তৃণমূলে ব‍্যাপক কোন্দল : দলের প্রধানকে সরিয়ে বসলেন তৃণমূলেরই অন‍্য প্রধান

29th September 2021 5:20 pm মালদা
তৃণমূলে ব‍্যাপক কোন্দল : দলের প্রধানকে সরিয়ে বসলেন তৃণমূলেরই অন‍্য প্রধান


দেবাশীষ পাল ( মালদা ) :  দলের প্রধানকে সরিয়ে তৃণমূলেরই প্রধান হলো কালিয়াচক ২ ব্লকের উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে। বুধবার প্রধান নির্বাচনে ১১-৪ ভোটাভুটিতে নতুন প্রধান হয়েছেন রাফিকা হোসনারা। কংগ্রেসের একজন পঞ্চায়েত সদস্য এদিন ভোটদানে বিরত ছিলেন। জানা গিয়েছে, দলের সদস্যদের পাশাপাশি কংগ্রেস, বিজেপি এবং নির্দল সদস্যদের সমর্থন নিয়েই এদিন রাফিকা প্রধান হয়েছেন। এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে। 

গত পঞ্চায়েত নির্বাচনের ১৬ আসনের এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ১০টি, কংগ্রেস ৩ টি, বিজেপি ২টি ও নির্দল একটি আসন পায়। প্রধান হয়েছিলেন তৃণমূলের নুর আসমিন খানাম। কিন্তু কিছুদিন আগে তার বিরুদ্ধে অনাস্থা আনে দলেরই একাংশ এবং তলবি সভায় অনাস্থা পাশ হয়ে যায়। সেদিন ছিল প্রধান নির্বাচন। ব্লকের ডেপুটি সেক্রেটারি সারথি মন্ডল বলেন, এদিন ১৬ জন পঞ্চায়েত সদস্য সভায় হাজির হলেও ১৫ জন ভোটাভুটিতে অংশ নেন। ১১-৪ ভোটে নতুন প্রধান নির্বাচিত হয়েছেন রাফিকা হোসনারা। এদিকে প্রাক্তন প্রধান নুর আমিন খানাম অভিযোগ করেন, দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই তাঁকে সরিয়ে দেওয়া হল। এই ঘটনায় দলের অঞ্চল, ব্লক সকল নেতৃত্ব জড়িয়ে রয়েছে। যদিও নতুন প্রধান রাফিকা বলেন, গোষ্ঠীদ্বন্দ্বের কোন বিষয় নেই। আগের প্রধান সঠিকভাবে কাজ করতে পারছিলেন না। সে কারণে অপসারণ করা হয়েছে।





Others News